আমরা মোটামটি ভাবে সবাই পিসি, মোবাইল বা ক্যামেরা বা অন্য কোন ডিভাইস বেবহার করি। এই সব ডিভাইসের অতন্ত আবশ্যক একটি বস্তু হল মেমোরি। কিন্তু এই মেমোরির একটা হিসাব আমাদের সবারই মনে হয়ত জাগে যে ( আমি খুব ই সাধারন ভাষায় বলছি ) 2 GB মেমোরি মোবাইলে 1.80+ GB দেখায়। আবার 8 GB মেমোরি 7.20+ GB দেখায়। আমার নিজের 16 GB পেনড্রাইভ 14.4 GB দেখাচ্ছে। কিন্তু কেন কেন এমনটা হয়। আজ আমরা সেটাই জানব।
আমরা সাধারনত একটি 500 GB ধারণ ক্ষমতা সম্পন্ন হার্ড ড্রাইভ কিনে উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটারে এটি সংযুক্ত করার পর 440 GB থেকে 465 GB এর মত ব্যবহার করার মত স্পেস (user available space) দেখতে পারি। এখন, মনে প্রশ্ন জাগতেই পারে, ‘আমি তো কিনলাম 500 GB, তাহলে মাত্র 4xx GB হয়ে গেল কেন?’
এর একটি প্রধান কারন হচ্ছে, হার্ড ডিস্ক নির্মানকারী প্রতিষ্ঠান সমূহের হিসেব অনুযায়ী, 1 KB = 1000 bytes, 1 MB = 1000 KB এবং 1 GB = 1000 MB । তাহলে, এই হিসেব অনুযায়ী একটি হার্ডডিস্কের বক্সে যদি লেখা থাকে এটি 500 GB ধারণ ক্ষমতা সম্পন্ন তবে নির্মানকারী প্রতিষ্ঠান সমূহের হিসেব অনুযায়ী কোন ভুল আসলে নেই। কেননা, তাদের হিসেব অনুযায়ী হার্ড ডিস্ক ড্রাইভটিতে 500 x 1000 x 1000 x 1000 = 500,000,000,000 bytes পরিমান জায়গা থাকে যা কিনা সঠিক 500 GB এর প্রমান দেয়।
কিন্তু, RAM নির্মানকারী প্রতিষ্ঠানসমূহ আবার এই ১০০০ এর ইউনিট ব্যবহার না করে ১০২৪ এর গ্রুপ ব্যবহার করে। তাই, RAM এর ক্ষেত্রে 1 KB = 1024 bytes, 1 MB = 1024 KB এবং 1 GB = 1024 MB হয়ে থাকে। আর এই হিসেব অনুযায়ী যদি আমরা 500 GB স্পেসকে ভাঙ্গিয়ে দেখি, তবে দেখতে পাইঃ
500,000,000,000/(1024x1024x1024) = 465.66 GB
মুল কথা এটাই, হার্ডওয়্যার প্রতিষ্ঠান গুলো এবং উইন্ডোজ প্রতিষ্ঠান – দু’পক্ষই ‘GB’ একক ব্যবহার করে থাকলেও হার্ডওয়্যার প্রতিষ্ঠান ব্যবহার করছে ‘gigabytes’ একক যেখানে উইন্ডোজ টেকনিক্যালি ব্যবহার করছে ‘gibibytes’ একক! আর 1000 এর গ্রুপকে যা নির্মানকারী প্রতিষ্ঠানরা ব্যবহার করছে তাকে giga এবং 1024 এর গ্রুপকে gibi দিয়েই প্রকাশ করা হয়ে থাকে। তাহলে, বুঝতেই পারছেন – উইন্ডোজ অপারেটিং সিস্টেম আপনার কিনে আনা হার্ড ডিস্ক ড্রাইভটির স্পেস পরিমাপের সময় যেহেতু নির্মানকারী প্রতিষ্ঠানের মত gigabytes একক ব্যবহার না করে gibibytes একক ব্যবহার করছে এবং এর ফলে আপনার কিনে আনা 500 GB হার্ড ডিস্ক ড্রাইভটি উইন্ডোজের হিসেবে হয়ে যাচ্ছে 465 GB এর কাছাকাছি।
আশা করি বিষয় টা সবাই বুঝতে পেরেছেন।