জানুয়ারি মাস, শইত প্রবাহ চলছে। আঙ্গুল চলছে না। এই ঠাণ্ডায় লেপ থেকে বার হতেও ইচ্ছা করে না। আর এই কারনে বেশ কয়েক দিন থেকে ব্লগে আপডেট দেয়া হয় নাই। আমরা অনেকেই ব্লগে লেখালেখি করি। লিখতে ইচ্ছুক। আমাদের মধ্যে এমন অনেক আছে যারা বেশ জন প্রিয়। তারা ইচ্ছা করলে ব্লগ থেকে আয় করতে পারে। আর আমার আজকের লেখাটি মুলত যাদের নিজের ব্লগ আছে বা যারা নিজের ব্লগ চালু করে ইন্টারনেটে ক্যারিয়ার গড়তে চায় তাদের জন্য।
এই পোস্টে আমি ব্লগ থেকে আয় করার ৩ টি জনপ্রিয় উপায় সম্পর্কে আলোচনা করবো। সাধারণত বেশির ভাগ মানুষ ব্লগে লিখে এই উপায় গুলো দিয়ে আয় করে। এগুলো ছাড়াও অনেক উপায় আছে। সেগুলো বেবহার করতে অনেক অনেক অভিজ্ঞ হতে হয়। সেগুলো ও সম্পর্কে অন্য কোন দিন আলোচনা করব।
১। অ্যাড নেটওয়ার্কঃ যারা ব্লগিং জগতে আমার ( tech joynal ) মত নতুন তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট উপায়। কারন ব্লগ বা ওয়েবসাইট থেকে আয় করার সবচেয়ে কমন উপায় হল অ্যাড শো করান, যা কম বেশি সবাই জানে। এই পদ্ধতিতে আয় করার জন্য আপনার ব্লগে অনেক ভিসিটর থাকতে হবে এবং সব ভিসিটর রিয়েল হতে হবে। অ্যাড শো করে আপনি প্রধাণত দুই ভাবে আয় করতে পারেন CPM এবং CPC.
CPM: এর পূর্ণরূপ হল Cost Per Mile, অর্থাৎ প্রতি ১০০০ জন ভিসিটরের জন্য আপনাকে পে করা হবে। ভিইজিটর কোন অ্যাডে ক্লিক করলো কি করলো না তা চিন্তার বিষয় না। এই CPM রেট দেশ ভেদে ভিন্ন হয়। যেমনঃ সাধারণত আমাদের মত দেশের ক্ষেত্রে $0.10 – $1.20 এবং USA বা ইউরোপীয় দেশের ক্ষেত্রে $0.50 – $20 হয়ে থাকে।
CPC: CPC এর পূর্ণরূপ হল Cost Per Click, অর্থাৎ আপনার অ্যাডে প্রতি ক্লিকের জন্য আপনাকে পে করা হবে। CPC দিয়ে ভাল আয় করতে হলে আপনার ব্লগের ভিসিটর অবশ্যই টার্গেটেড হতে হবে। CPC এর ক্লিক রেট দেশ এবং নেটওয়ার্ক ভেদে ভিন্ন হয়। সাধারণত প্রতি ক্লিকের জন্য $0.10 – $100, কিছু কিছু ক্ষেত্রে $400 – $500 ও পে করে থাকে।
কিছু ভাল অ্যাড নেটওয়ার্কের নাম নিম্নে দেওয়া হলঃ
1. Adsense ( বাংলা ভাষা সাপোর্ট করে না। )
2. Chitika.com
3. Bidvertiser.com
4. Infolinks.com
5. Yallix.com
6. Green-red.com ( বাংলাদেশি অ্যাড নেটওয়ার্ক, আমি এই মুহূর্তে এইটা বেবহার করতেছি )
২। অ্যাড স্পেস বিক্রিঃ যখন আপনার ব্লগ অনেক পরিচিত। বিপুল পরিমান ভিজিটর নিয়মিত ব্লগ পরছে তখন আপনি সরাসরি কারো কাছে আপনার ব্লগের অ্যাড স্পেস বিক্রি করে আপনি সহজেই আয় করতে পারেন। সাধারণত ১ সাপ্তাহ থেকে শুরু করে ১ বছর সময়ের জন্য আপনি আপনার ব্লগের অ্যাড স্পেস সেল করতে পারেন। এক্ষেত্রেও আপনি ব্লগে একটি “Advertise Here”পেজ তৈরী করে Advertiser এর সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন কিংবা কোন থির্ড পার্টির সাহায্য নিতে পারেন ।
৩। অ্যাফিলিয়েট মার্কেটিং : এডভান্স লেবেল এর অনলাইনে আয়ের অন্যতম জনপ্রিয় মাধ্যম হল অ্যাফিলিয়েট মার্কেটিং যেখানে আয়ের কোন সীমা নেই। মুলত কোন পণ্য অনলাইনে বিক্রি করাই হল অ্যাফিলিয়েট মার্কেটিং। হতে পারে সেটা আপনার নিজের কোন পণ্য বা অন্য কারো পণ্য। বিভিন্ন অ্যাফিলিয়েট নেটওয়ার্কে অনেক ধরনের পণ্য থেকে, আপনি আপনার নিজের পছন্দের পণ্য নিয়ে প্রমোট করতে পারেন। প্রত্যেক সেলের জন্য আপনাকে নির্দিষ্ট পরিমান কমিশন দেয়া হবে। এই কমিশনের পরিমাণ পণ্যের মূল্যের 5% শুরু করে 80% পর্যন্ত হয়ে থাকে। অ্যাফিলিয়েট মার্কেটিং এর আয় এর যেমন সীমা নাই, ঠিক তেমনি এটা বুঝা বা সেখার কোন শেষ নাই। আমি এমন অনেককেই জানি যারা মাসে হয়ত লাখ পর্যন্ত ইনকাম করে তবুও বলে তারা কেবল শিখা শুরু করেছে। সবচেয়ে বড় কথা ক্রিয়েটিভ হতে হবে। কিছু ভাল অ্যাফিলিয়েট নেটওয়ার্কেট হলঃ
1. Amazon associates
2. JVZoo
3. ClickBank
4. PeerFly
5. ShareAsale
6. ClickSure
আশা করি আপনাদের পোস্টটি ভাল লেগেছে। ভিসিটর বাড়ানোর জন্য অবশ্যই SEO জানা লাগবে। কাজেই SEO সম্পর্কে খুব শীঘ্রই সহজ ভাষায় পোস্ট করব।